চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে ৩৩ জন মেধাবী শিক্ষার্থী সরকারের পুরস্কার পেয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি কর্মসূচির আওতায় মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের এই পুরস্কার দেওয়া হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন তালিকাভুক্ত মেধাবীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কারের মধ্যে রয়েছে নগদ টাকা, সনদ ও সম্মাননা স্মারক।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি অধ্যাপক ও প্রকিউরমেন্ট অফিসার হাবিবুর রহমান, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি সিরাজ উদ্দীন আল-কাদেরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষার্থী তাছলিমা করিম ঋতু প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ‘সরকারের এসইডিপি কর্মসূচির আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে ১৪ জন এসএসসি ও ১৯ জন এইচএসসি পরীক্ষার্থীর প্রত্যেককে সনদ, ক্রেস্ট ও নিজস্ব ব্যাংক একাউন্টে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।’
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply