চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও অনুমোদনহীন বালু বাজারজাত করণের দায়ে ২জনকে কারাদন্ড দিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বালুগুলো জব্দ করা হয়।
সোমবার (১৪ জুলাই ) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার বরকল কেশুয়া রাস্তার মাথা টিনের হাট এলাকায় অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরকল কেশুয়া রাস্তার মাথা টিনের হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট কর্তৃক মোঃ আবদুল করিমকে ১ মাসের কারাদণ্ড এবং মোঃ শরীফুল ইসলামকে ১ সপ্তাহের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় বালুগুলো জব্দ করা হয়। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, কিছুদিন আগে এই বালুগুলো মোবাইল কোর্টে জব্দ করে লাল পতাকা দেয়া হয়েছিলো। কিন্তু অসাধু ব্যবসায়ীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বিক্রি করছে। দুপুরে বালু বাজারজাত করণে সময় ২জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে মোঃ আবদুল করিমকে ১ মাসের কারাদণ্ড এবং মোঃ শরীফুল ইসলামকে ১ সপ্তাহের কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, ভূমি অফিসের কর্মচারী, থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
Leave a Reply