চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুলহক নুর জনতার উদ্দেশ্য বলেন, জনগণের অধিকার রক্ষায় গণঅধিকার পরিষদ জনগণের পাশে সবসময় থাকবে। ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন।
শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার রওশনহাট চত্বরে সংক্ষিপ্ত পথ সভায় চট্টগ্রাম
মহানগর বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১৪ চন্দনাইশ – সাতকানিয়া (আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনের নাম ঘোষণা করেন এবং জনগণের নিকট ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরীর সঞ্চালনায় সফরকারীদের মধ্যে ছিলেন ও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহের, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, চন্দনাইশ উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আবচার, সদস্য সচিব আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply