আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএমপি কমিশনারের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময়

Spread the love

নিউজ ডেস্ক: মঙ্গলবার (৮ জুলাই) রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এর নেতৃত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট পুলিশ কমিশনারের কাছে রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরেন। এসময় তিনি উল্লেখ করেন, রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতোবিরোধ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৩৬ (১) এর অনুবলে প্রথমে আপোষে নিষ্পত্তির প্রচেষ্টার বাধ্যবাধকতা রয়েছে।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন বলেন, উপরোক্ত বিষয়ে কোন মতবিরোধ সৃষ্টি হলে থানায় অভিযোগ গ্রহনের আগে রিহ্যাবের মেডিয়েশন এ্যান্ড কাস্টমার কেয়ার কমিটি বরাবর প্রেরণের অনুরোধ করেন।

এছাড়া, প্রকল্পের কাজ করতে গিয়ে অনেক সময় ভূমি মালিক, প্রভাবশালী ব্যাক্তি ও থানা পুলিশসহ বিভিন্ন প্রকার হয়রানির শিকার হতে হয়। এতে ডেভেলপার কোম্পানী আর্থিক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এ বিষয়েও তিনি সংশ্লিষ্ট থানায় অযথা হয়রানী না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহবান জানান। সভায় তিনি রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতোবিরোধ বা অন্য কোন সমস্যা সমাধানের জন্য রিহ্যাব এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার হাসিব আজিজ দেশের আবাসন সংকট সমাধানে রিহ্যাবের অবদান এবং সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। এসময় তিনি রিহ্যাব সদস্যদের সাথে সৃষ্ট সমস্যাগুলি রিহ্যাব এবং পুলিশ এর সমন্বয়ে সমাধানের সিএমপি’র পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এ্যান্ড অপস্) কে অফিসিয়ালি দায়িত্ব প্রদান করেন। এছাড়া, রিহ্যাব সদস্যদের যেকোন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য প্রতিটি থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ মোরশেদুল হাসান, রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান এবং সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশিনার (ক্রাইম এ্যান্ড অপারেশন) মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর