চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেশুয়া এলাকার সৈয়দ বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে সহায়তা করেন বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলী।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি অবৈধভাবে গুইসাপ বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মং ওয়াই মারমা (৫০) নামের একজনের হেফাজত থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা রহমত আলী।
স্থানীয়ভাবে এ ধরনের অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, বন বিভাগের কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
Leave a Reply