চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২নং জোয়ারা ইউনিয়নে ৫নং ওয়ার্ড শেখ পাড়া এলাকায় ৮০ লিটার চোলাই মদ ও ১টি রেজিস্ট্রেশন বিহীন সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনগণ। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায়।
পুলিশ জানায়, শনিবার (১৪ জুন) রাতে উপজেলার ২নং জোয়ারা ইউনিয়নে ৫নং ওয়ার্ড শেখ পাড়া এলাকায় আটক মাদক ব্যবসায়ীরা ৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ বান্দরবান সদর হতে কমদামে ক্রয় করে পলাতক আসামী মো: সেলিম (৪৫) সহ অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজি যোগে পলাতক আসামীর বাড়ীতে নিয়ে যাওয়ার সময় তাদের ৩ জনকে জনগন আটক করেন এবং পলাতক আসামী সিএনজি থেকে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আটক আসামীগণ পলাতক আসামী সহ পরষ্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখে ও মাদক পরিবহনে সিএনজি ব্যবহার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেয়া হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান মদসহ ৩ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply