চন্দনাইশ প্রতিনিধিঃ স্থানীয় জনগণের অভিযোগে আর্মির গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ড সোনাইছড়ি এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একদল সেনাবাহিনী। এসময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর, ২টি ডাম্পার গাড়ি ও ৫ জন আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার হাশিমপুর ইউনিয়নের জাফর আহমেদের ছেলে মোঃ নুরুল আমিন (৪০), হাশিমপুর ইউনিয়নের কসাই পাড়া এলাকার নাজা মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪২), হাশিমপুর ইউনিয়নের আলফালার বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে মোঃ আঃ রহমান (৩৮), দোহাজারী পৌরসভার এলাকার হান পুরিয়া
ছেলে মোঃ রাশেদ মিয়া (৪৫) ও হাশিমপুর ইউনিয়নের মুন্সি পাড়া এলাকার মৃত বাদশা মিয়া ছেলে মোঃ আব্দুল আলীম (৫৫)।
Leave a Reply