আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

এ উপলক্ষ্যে ১২ মে রবিবার দুপুরে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবসটি উদযাপন করা হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা এর সভাপতিত্বে সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোঃ নাজিবুর রহমান খোকন, মেডিকেল অফিসার ডা. শুভ দীপা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার তাসপি দাশ, ওয়ার্ড ইনচার্জ রোজীনা পারভীন,সিনিয়র স্টাফ নার্স যথাক্রমে ফরিদা ইয়াছমিন, জেসমিন আকতার, পম্পি বড়ুয়া, এ্যানি দাশ, নেভী চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আকতার, এ্যানি বিশ্বাস, উম্মে খাইর, মিডওয়াইফ যথাক্রমে ত্যানি বড়ুয়া, তাফিফা আকতার, জেসমিন আকতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর