আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ পৌরসভার মেয়র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করলেন আইনুল কবির

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে বিগত চন্দনাইশ পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী এম. আইনুল কবির আদালতে মামলা দায়ের করেছেন। গত ৭ মে ২০২৫ নির্বাচনী ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি।

মামলার সূত্রে জানা যায়, নির্বাচিত মেয়র মাহাবুবুল আলম খোকাকে অন্যায়ভাবে বেআইনী নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত ঘোষণা করেছিলেন। মামলায় নির্বাচন পরবর্তী সকল কার্যক্রম অবৈধ ঘোষণাসহ মামলার বাদী ছাতা প্রতীকের প্রার্থী এম আইনুল কবিরকে বিজয়ী ঘোষণার করার জন্য মহামান্য আদালতের নিকট আবেদন জানান। মামলাায় মেয়র মাহাবুবুল আলম খোকা অপর দুই মেয়র প্রার্থী মাহাবুবুল আলম চৌধুরী, ফারুক বাহাদুর, চট্টগ্রাম জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার (নির্বাহী কর্মকর্তা) কে বিবাদী করেন। মামলায় দায়ের করা এজাহার থেকে জানা যায় ২০২১ সালের ৩ জানুয়ারি পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০(১) এর বিধি অনুযায়ী একই বছর ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, যাচাইবাচাই, প্রত্যাহার শেষে ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ধার্য করে গেজেট প্রকাশ করেন। ওই নির্বাচনে তিনি এলডিপির মনোনীত প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ১৯১৬ ভোট পান। অপর দিকে নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুল আলম খোকাকে ১৬ হাজার ৯৫৮ ভোটে অনৈতিকভাবে জয়যুক্ত ঘোষণা করেন। এতে তিনি সংক্ষুব্ধ হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম বলেন, আদালতের বিচারক মামলার আবেদন গ্রহণ করে আগামী ৮ জুন শুনানির দিন ধার্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর