চন্দনাইশ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট, চন্দনাইশ উপজেলা টিম। মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস-রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ধারণ করে মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘মানবতার পাশে, একসাথে’।
বৃহস্পতিবার (৮ মে) দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালিতে রেডক্রিসেন্ট সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। চন্দনাইশ উপজেলা টিমের দলনেতা মঈনউদ্দীন মিজানের সভাপতিত্বে ও জোবাইর মুহাম্মদ জিসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. ছাবের আহমদ প্রমুখ।
Leave a Reply