আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অবৈধ ‘ক্রস ফিলিং’ গুদামে সেনাবাহিনীর অভিযান, বিভিন্ন যন্ত্রপাতি জব্দ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গুদামে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে ৮০টি ভরা ও ৫৮০টি খালি সিলিন্ডারের বোতল, অবৈধ কাজে ব্যবহৃত ১টি হাওয়া মেশিন এবং বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছেন।

বুধবার (৭মে) চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায়

দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে তার আগে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর