চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ড বদুর পাড়া কাঠের গোডাউনের পেছনে একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ইমাম শরীফ (৪৫) ৩/৪ বছর যাবৎ উপজেলার পৌরসভাস্থ ১নং ওয়ার্ড বদুর পাড়ায় ভাসমান লোক হিসাবে বসবাস করে আসছিল। সে বদুর পাড়া কাঠের গোডাউনের পিছনে একটি কক্ষে ৬/৭ মাস ধরে বসবাস করে আসছে। মাঝেমধ্যে ইমাম শরীফ জীবিকা নির্বাহের জন্য শ্রমিক হিসাবে চাষাবাদের কাজ করত। স্থানীয় লোকজন মাঝেমধ্যে দুপুর বা সন্ধার খাবার দিত।
ঘটনার দিন মঙ্গলবার রাত ১০ টায় বাজারের দারোয়ান হারুন রাতের খাবার দেওয়ার জন্য খুঁজতে গিয়ে দেখে ইমাম শরীফ গোডাউনের পিছনের কক্ষে কাঠের বীমের সাথে রশি দিয়ে গলাই ফাঁশ লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এ খবর থানায় পৌছাঁলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তিটিকে ইমাম শরীফ নামে সকলে ডাকলেও প্রকৃত পক্ষে তার নাম, পিতার নাম, জেলা, উপজেলা, থানা অজ্ঞাত। ইমাম শরীফ একজন মানসিক ভারসাম্যহীন লোক। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply