আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার দক্ষিণ জেলা আ.লীগ নেতা নুরুল আবছার চৌধুরী

Spread the love

নিজস্ব প্রতিবেদক: চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিবের অনুপস্থিতে সচিবের দায়িত্ব পালনকারী যুগ্ম সচিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৯ ) বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে সাতকানিয়া পৌরসভার মোটর স্টেশন জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আবছার চৌধুরী উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর পুত্র।।

নুরুল আবছার চৌধুরী বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এছাড়াও আশির দশকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আবছার চৌধুরী তার চাচাতো ভাই বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরীর জানাজা পড়তে যায়। জানাজা শেষে শহরে ফেরার পথে সাতকানিয়া থানার পুলিশ তাকে বিনা মামলায় গ্রেফতার করে। পরে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে মামলায় তার নাম উল্লেখ নেই। এছাড়াও মামলার ঘটনায় যে সময় উল্লেখ করা হয়েছে, সে সময় তিনি তার কর্মস্থল চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন। সুতরাং এটা যে মিথ্যা মামলা সেটা সহজেই বুঝা যায়। ঘটনাস্থল সাতকানিয়ার মনেয়াবাদ যা তার বাড়ী মির্জাখীল থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে।

গ্রেফতার করার পর সাতকানিয়া থানার ওসি জাহেদুলের কাছে গ্রেফতার কারণ জানতে চাইলে তিনি জানায়, নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে কি মামলা জানতে চাইলে সুনির্দিষ্ট মামলার তথ্য দিতে পারেনি ওসি।

এদিকে একজন পত্রিকার সম্পাদককে মিথ্যা মামলায় গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।

রাজনৈতিক অঙ্গনে সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সব মহলেই তার সুনাম রয়েছে। এ কারণে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে কোনো উল্লেখযোগ্য মামলাও হয়নি। এরপরও বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর