আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূমিকা অগ্রগামীঃ নুরুল ইসলাম

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ প্রত্যাহিক জীবনে শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূমিকা অগ্রগামী। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা বিদ্যমান থাকা বাঞ্চনীয়। নিয়ম শৃঙ্খলা বিহীন শিক্ষা যেমন এলোমেলো হয় তেমনি শিক্ষার্থীদের জীবন অন্ধকারের কালোমেঘে ছেয়ে যায়। তাই শিক্ষা অর্জনে অধ্যাবসায়ের পাশাপাশি নিয়ম শৃঙ্খলা রপ্ত করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এগিয়ে নেওয়ার জন্য গুণগত ভাবে ৬টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উচিত। বিষয়গুলো হলো – প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নত করা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, একটি ডিজিটাল রেকর্ড-রক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, অবকাঠামোর জন্য তহবিল সংগ্রহ (গ্রন্থাগার, বিজ্ঞান, গবেষণাগার ইত্যাদি), নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, শিক্ষাগত উৎকর্ষের পাশাপাশি নৈতিক বিকাশকে উৎসাহিত করা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম ও সদস্যদের বরন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম এসব কথা বলেন।

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং কর্মচারীদের উদ্যোগে মাদ্রাসা হলে মঙ্গলবার (২৯ এপ্রিল) এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি সিরাজ উদ্দীন আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষক সৈয়দ মোহাম্মদ হাসান জালালীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য লিয়াকত আলী, দাতা প্রতিনিধি ডাক্তার আবদুর রহমান, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মেজবাহ উদ্দীন টিপু, অভিভাবক সদস্য জাকের হোসেন, মাস্টার সাইফুল ইসলাম, মোঃ মুখতার আহমদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আহমদ হোসেন আল কাদেরী, সাবেক পৌরসভার মেয়র লোকমান হাকিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম,
খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বশর, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, সাবেক অভিভাবক প্রতিনিধি কাজী আবদুল মোমেন লাভলু, কাজী শাহেদ নূর, মাওলানা আবদুল কুদ্দুস, অ্যাডভোকেট আরিফুজ্জামান, সাবেক মেম্বার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবছার উদ্দীন, কামাল উদ্দীন, দাতা সদস্য মুজিবুর রহমান, এতিমখানা কমিটির অর্থ সম্পাদক হাবিবুর রহমান, কাজী ছৈয়দ নূর, ইকবাল সওদাগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর