
নিউজ ডেস্ক: সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড় কাটা এবং কৃষিজমির মাটি কর্তনের ঘটনায় গভীর রাতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে পাহাড় কর্তনের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেলেও কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা দ্রুত একটি এক্সকাভেটর রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় ওই এক্সকাভেটরটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে অবৈধ পাহাড় কাটা ও মাটি উত্তোলনের কাজে এটি ব্যবহার করা না যায়।
সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, পাহাড় ধ্বংস এবং কৃষিজমির মাটি কর্তনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানিয়েছেন, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply