আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় একাডেমিক সুপারভাইজারকে শোকজ, ছাত্রসমাজের মানববন্ধন

Spread the love

আব্দুল্লাহ আল মারুফ: চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিতর্কিত ব্যানার ব্যবহারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ওই ব্যানারে গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্লোগান ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্থান পেয়েছিল। এ ঘটনার পর স্থানীয় ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

স্থানীয় প্রশাসনের বরাত অনুযায়ী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্ররা সোমবার (১২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের কাছে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ১০ জানুয়ারি শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর অনুষ্ঠানে বিতর্কিত ব্যানারটি ব্যবহার করা হয়। বিষয়টি সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের পর তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা মানববন্ধনের মাধ্যমে দ্রুত শোকজকৃত কর্মকর্তাকে অপসারণের দাবি জানান।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতকানিয়া উপজেলা প্রশাসনও এই ঘটনার বিষয়ে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, অনুষ্ঠানটির ব্যানার তৈরি এবং সার্বিক আয়োজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বে ছিল। প্রশাসনকে কোনো ধরনের নমুনা বা তথ্য প্রদান করা হয়নি। তাছাড়া, ওই দিন মাননীয় মুখ্য সচিবের সফরের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড প্রটোকল ডিউটিতে ব্যস্ত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবের পূর্ববর্তী বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে আগে থেকেই শোকজ করা হয়েছে। এই ঘটনাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। উপজেলা প্রশাসনের কোনও অংশগ্রহণ নেই।

ঘটনার পর আশীষ বরণ দেব সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। তবে, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাতকানিয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন স্থানীয় সচেতনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর