
নিউজ ডেস্ক: দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের প্রার্থিতা বহাল রাখার আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারছেন না।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে ডা. ফজলুল হকের দায়ের করা আপিল খারিজ করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি চলছে নির্বাচন কমিশনে। সোমবার সকাল ১০টায় তৃতীয় দিনের শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এদিন ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিন রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে।
ইসিতে প্রার্থিতা ফিরে পেতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু শেষ দিনেই, অর্থাৎ ৯ জানুয়ারি, জমা পড়ে ১৭৬টি আপিল। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply