
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর ছাত্রসংগঠন ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী আলোকিত কনভেনশন সেন্টারে আয়োজিত এই কর্মশালায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবি আলম রবী, এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মান্নান রানার।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মোঃ আকিল জামিল, এবং জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ফয়সাল সোহান, মহিউদ্দিন সাগর ও আবদুল্লাহ আল জিহাদ।
প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দিন আহমেদ বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতায় প্রস্তুত হতে হবে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় চন্দনাইশ ও সাতকানিয়ার উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদ্রাসা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়, মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মাহমুদুল ইসলাম আল-কাদেরী।
Leave a Reply