আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসী বার্ষিকী পালিত

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রামে সাম্রাজ্যবাদ বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের ৯২ তম ফাঁসি বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আন্দরকিল্লা জেএম সেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১২ জানুয়ারি পুস্পিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক ও সঞ্চালনা করেন অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য। এতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির ঐতিহাসিক মঞ্চে ১২ জানুয়ারি দুপুরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফাঁসী মঞ্চের কর্মসূচিতে সহযোগিতা করেছে চট্টগ্রামে জেলা প্রশাসন ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন জেলার সৈয়দ শাহ শরীফ, সহকারী প্রধান কারারক্ষী (সিআইডি) মোখলেছুর রহমান, সুবেদার রিয়াসাত আলী, কারারক্ষী মো. গিয়াস উদ্দীন (জাবেদ) প্রমুখ।

ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক ও তপন ভট্টাচার্য্যের তত্বাবধানে পালিত কর্মসূচিতে অংশ নেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সমাজসেবক ও সংগঠক এডভোকেট সফি উদ্দিন কবির আবিদ, শিক্ষক বিজয় শঙ্কর চৌধুরী, কানুরাম দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর