আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পুরস্কার বিতরণ

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রামে শিক্ষা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম।

এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সেকশন অফিসার মোঃ জামশেদুল আলম, সাংবাদিক এম এ মান্নান, ফেরদৌস ওয়াহিদ, ডা. মোঃ শাহজাহান এবং নকিব উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের মহাসচিব রাকিব চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন মুরাদ।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জিয়াবুল হাসান জিয়া, সানজুমা আক্তার ও সাইফুর রহমান আদিল।

এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জিনিয়াস প্লাস, জিনিয়াস, ট্যালেন্ট ও জেনারেল ক্যাটাগরিতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়, যা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পূর্ব আলো/ইলিয়াছ/এমকেএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর