আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই’

Spread the love

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান গত বছরের শুরুতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই এসেছে বিচ্ছেদের খবর। গায়ক নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।

তাহসান জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে আলোচনা করা আমার জন্য কঠিন। আমরা সম্মানের সঙ্গে আলাদা হতে চাই, তাই কোনো কারণ প্রকাশ্যে আনার প্রয়োজন মনে করি না। তিনি আরও জানান, গত ছয় মাস ধরে তিনি ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ আলাদা থাকছেন।

গায়ক বলেন, খবরটি সত্য। আমরা কয়েক মাস ধরেই আলাদা আছি। সময়মতো বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে আগে প্রকাশ্যে কিছু বলিনি, তবে কিছু ভুয়া খবরের কারণে স্পষ্ট করতে বাধ্য হলাম যে আমরা এখন একসাথে নেই।

তাহসান ও রোজা চার মাসের পরিচয়ের পর ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হল না।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালের ৪ অক্টোবর এই দম্পতি তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর