আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনজীবী সাইফুল আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গণেশ (১৯)কে র‌্যাব গ্রেপ্তার করেছে। সে নগরীর কোতোয়ালী থানার সেবক কলোনির শরিফ দাশের ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে কোতোয়ালী থানার লালদীঘি এলাকায় জেলা পরিষদ সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে তৎকালীন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ২০২৫ সালের ১ জুন চার্জশিট দাখিল করেন। এতে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছিল। পরে আদালতে চার্জশিট গ্রহণের শুনানি শেষে ৩৯ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গণেশের অবস্থান গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর