
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচ শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার কেরানিহাট সি ওয়ার্ল্ড রিসোর্টে এই মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাজিম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এবং খুকুমণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আজম খান।
এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন— মাইনুদ্দিন, মোহাম্মদ ফরিদ, বাবুল, তারেক, জেসমিন আক্তার, রেহেনা, নুরুন্নাহার, রহিমা, খুরশিদা, সেলিম, শফিসহ অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের একত্রে পেয়ে মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ওঠেন হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা ও আড্ডায়। গল্পগুজবের ফাঁকে সেলফি ও ছবি তুলে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন তারা। কেউ কেউ একে অপরকে জড়িয়ে ধরে ভাগাভাগি করেন দীর্ঘদিনের না পাওয়া প্রিয় বন্ধুর আলিঙ্গনের সুখ। দীর্ঘদিনের বিরতির পর দেখা হওয়ায় অনেকে নিজেদের জীবনের সাফল্যের গল্পও তুলে ধরেন।
দিনব্যাপী এ আয়োজনে ছিল কেক কাটা, মতবিনিময় সভা এবং বুফে খাবারের আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি ১৯৯২ ব্যাচ শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তাওরাত খন্দকার বিজ্ঞান বিভাগে মডেল টেস্টে প্রথম স্থান অর্জন করায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply