আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাউজানের সুলতানপুর সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ধর্মসভা অনুষ্ঠিত

Spread the love

নিউজ ডেস্ক: রাউজান উপজেলার দক্ষিণ সুলতানপুর সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেক তিথি উপলক্ষে গত ৩ জানুয়ারি দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিন মন্দির প্রাঙ্গণে তপন তালুকদারের সভাপতিত্বে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্যাংকার উজ্জ্বল শুক্লদাশ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ—চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ দে সজীব এবং সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী।

দুই দিনব্যাপী এ আয়োজনে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুষ্পাভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর