
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী উপজেলায় সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে এলপি গ্যাস বিক্রির উদ্যোগ শুরু করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে ৭৭০টি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, ওমেরা গ্যাস, আইগ্যাস, টোটাল গ্যাস এবং সুপার গ্যাস কোম্পানির ১২ কেজি সিলিন্ডার প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
তিনি আরও জানান, বোয়ালখালী উপজেলায় সাধারণ জনগণের সুবিধার জন্য প্রশাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply