আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

Spread the love

নিউজ ডেস্ক: কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের অনুমোদিত এবং ঈদগাঁওয়ের অনলাইন সাংবাদিকদের একমাত্র সংগঠন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. রেজাউল করিম এবং সভা পরিচালনা করেন সাংবাদিক শেফাইল উদ্দিন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— তৈয়ব জালাল, এম. আবু হেনা সাগর, এম. শফিউল আলম আজাদ, বশিরুজ্জামান, আশফাক উদ্দিন আরাফাত, এম. ছরুয়ার শিফা, নাছির উদ্দীন পিন্টু, সায়মুন সরওয়ার কায়েম ও কাউসার উদ্দিন শরীফ।

জরুরি সভা শেষে উপস্থিত সবার সর্বসম্মত মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে রয়েছেন— সভাপতি: মো. রেজাউল করিম, সহ-সভাপতি: হাফেজ তৈয়ব জালাল, এম. শফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক: শেফাইল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: এম. আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক: বশিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক: নাছির উদ্দীন পিন্টু, অর্থ সম্পাদক: এম. ছরুয়ার শিফা. প্রচার ও প্রকাশনা সম্পাদক: সায়মুন সরওয়ার কায়েম, নির্বাহী সদস্য: আশফাক উদ্দিন আরাফাত, কাউসার উদ্দিন শরীফ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। পাশাপাশি সব ধরনের অনৈতিকতা ও অপসাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর