
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর হাছনদন্ডীর সমাজকল্যাণমূলক ও ধর্মীয় সংগঠন হাছনদন্ডী গোলামে মোস্তফা (দ.) একতা সংঘ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।
বুধবার (৭ জানুয়ারি)সকালে দোহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত ইমাম হাশেমী (রঃ) সুন্নী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা ক্রেস্ট ও অন্যান্য শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম এবং প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসায় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজাদায়ে ইমামে আহলে সুন্নত, মওলানা কাযী আবুল বোরহান হাশেমী (মঃজি:আঃ)। তিনি বক্তৃতায় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মানবতার কল্যাণে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি নজর রাখা এবং শিক্ষার পাশাপাশি সমাজিক ও নৈতিক মূল্যবোধ শেখানো।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মওলানা মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের জাতীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত নায়েক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ডিবি) কর্মকর্তা জনাব আরিফ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্জুমানে মুহিব্বানে রাসূলে (দ.) দোহাজারী শাখার সভাপতি মুহাম্মদ শফিউল আলম, দোহাজারী পৌরসভা যুব দলের সদস্য সচিব মাহফুজুর রহমান, অভিভাবক সদস্য আব্দুর ছাত্তার এবং মাদ্রাসার সহ-সুপার মওলানা নুরুল আমিন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক এবং সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালক মুহাম্মদ বদিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে, তাদের মধ্যে মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ সাকিব, একরাম উল্লাহ রায়হান, হাবিবুর রহমান, শাহেদুল ইসলাম, আরফাত অভি প্রমুখ।
Leave a Reply