
সৈয়দ শিবলী ছাদেক কফিল:
সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার বিকেলে চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের আয়োজনে বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তৃতীয় শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাইমূলক এ পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের ২৫৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। শীতের দিনেও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এটি চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের ১৬ তম আয়োজন।
পরীক্ষায় বিভিন্ন দায়িত্ব পালন করেন পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, সেক্রেটারি ভদন্ত তিষ্যমিত্র স্থবির, পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ভদন্ত আনন্দ স্থবির, ভদন্ত সত্যপাল স্থবির প্রমুখ। পর্যবেক্ষক ছিলেন
ভদন্ত বসুমিত্র মহাস্থবির ও ভদন্ত অতুলানন্দ মহাস্থবির।
অতিথি হিসেবে পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. জাফর আহমদ, কাসেম মাহবুবউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, রতন বড়ুয়া প্রমুখ।
Leave a Reply