আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ খালেদা জিয়াকে শেষ বিদায় জানাবে জাতি

Spread the love

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন দেশ।

মঙ্গলবার ভোরে ইন্তেকাল করা ‘আপসহীন’ এই নেত্রীকে আজ বুধবার (৩১ ডিসেম্বর) শেষ বিদায় জানাবে দেশের সর্বস্তরের জনগণ। তাইতো জানাজায় শরিক হতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ সারাদেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে। বিএনপিও সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। এছাড়া ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, জাতিসংঘ, কমনওয়েলথ এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে এবং শ্রদ্ধানুষ্ঠানে অংশ নিতে ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপসহ কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এ ছাড়া চীন, ভারত, পাকিস্তান, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান ও ব্রাজিলসহ বহু দেশের কূটনীতিক এরই মধ্যে শোক বইয়ে সই করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকায় আসতে শুরু করেছেন।

এদিকে সাধারণ ছুটির কারণে আজ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও অন্যান্য জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিশেষ করে কাজী নজরুল ইসলাম এভিনিউ, বিজয় সরণি ও আশপাশের এলাকায় জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর