আজ ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গার্ডিয়ান লাইফের স্বাস্থ্য বীমার চেক প্রদান

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ব্যবসায়ী মো. রহিমকে গত তিন মাস আগে গার্ডিয়ান লাইফের একটি বীমা পলিসি গ্রহণের পর স্বাস্থ্য বীমার সুবিধা হিসেবে ৯০,০০০ টাকা চেক হস্তান্তর করা হয়েছে। এই পলিসির আওতায় গ্রাহক ও তার স্ত্রী, সন্তানসহ মোট ৫ জন প্রতি বছরে ১০ লাখ টাকা স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি রিজোনাল ম্যানেজার চট্টগ্রাম, মো. হুমায়ূন কবির। প্রধান অতিথি ছিলেন মো. মাঈনউদ্দিন মিশু, এসভিপি ও হেড অফ সেলস (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)। প্রধান বক্তা ছিলেন মো. আবুল কাসেম চৌধুরী, আরবিডিএম (ভিপি) চট্টগ্রাম জোন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজোনের এরিয়া ম্যানেজার মুহাম্মদ নুর হোসাইন, মো. নুরু উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস মো. আব্দুর রহিম, এফ এ মো. আবছার উদ্দিন, মো. হাসান, শিখা বড়ুয়া, মো. মাসুদ, কালিয়াইশ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি জনাব তৌহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জনাব মামুনুর রশিদ আসিফ, উপদেষ্টা মো. আব্দুল মান্নান, আবুল হোসেন, নোমান, ইলিয়াস উদ্দীন ও পারভেজ উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথি অনুষ্ঠানে বলেন, “গ্রাহকদের আস্থাই আমাদের মূল শক্তি। গার্ডিয়ান লাইফের লাইফ ফান্ড এখন ৭৫৩ কোটি টাকার বেশি। বীমা খাতে যেখানে অনেক প্রতিষ্ঠানের ফান্ড নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সেখানে গার্ডিয়ান লাইফের এই প্রবৃদ্ধি গ্রাহকদের দাবি মেটানোর সক্ষমতা এবং আর্থিক স্বচ্ছতার প্রতিফলন। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য সকল পলিসিহোল্ডারদের ধন্যবাদ।”

তিনি আরও জানান, গার্ডিয়ান লাইফের গ্রাহক সংখ্যা বর্তমানে ১ কোটি ৩০ লাখ। চলতি বছরে ৪১০ কোটি টাকা এবং এ পর্যন্ত মোট ১৪০০ কোটি টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। লাইফ ফান্ড, দাবী পরিশোধ, ক্যাশলেস স্বাস্থ্যবীমা, রিটেল বিজনেস এবং গ্রুপ বীমায় প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অবদান রয়েছে।

স্বাস্থ্য বীমার আওতায় গ্রাহক ও তার পরিবার প্রত্যেকে প্রতি বছর সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সুবিধা পাবেন, যা পলিসির মেয়াদ চলাকালীন সময় পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর