
নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা আরও জোরালো হচ্ছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জেলার বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়ে আরও ৩১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে, চট্টগ্রাম-১১ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেন এ কে এম আবু তাহের, মো. রিজওয়ানুল ওয়াহেদ এবং মো. নুর উদ্দিন নাহিদ নিয়াজ।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে থেকে চট্টগ্রাম-৫ আসনের জন্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনের জন্য মো. এমদাদুল হক, চট্টগ্রাম-৯ আসনের জন্য নাঈম উদ্দিন, আব্দুল মোমেন চৌধুরী, রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, হোমায়েদ রাশেদ, মো. ছিদ্দিকুর রহমান, নুরুল আবছার মজুমদার এবং চট্টগ্রাম-১০ আসনের জন্য মো. আব্দুল সালাম, সেগুপ্তা বুশরা মিশমা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
অন্যদিকে জেলা প্রশাসন কার্যালয় থেকে চট্টগ্রাম-১ আসনের জন্য রেজাউল করিম, চট্টগ্রাম-২ আসনের জন্য আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ আসনের জন্য মোস্তফা কামাল পাশা, রফি উদ্দিন ফয়সাল, চট্টগ্রাম-৬ আসনের জন্য ইলিয়াস নূরী, চট্টগ্রাম-৭ আসনের জন্য আবদুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের জন্য সৈয়দ সাদাত আহমেদ, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, গাজী মোহাম্মদ শাহজাহান, মো. আবু তালেব, ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু এবং মো. নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ আসনে মোহাম্মদ এমরান ও মো. রেজাউল মোস্তফা, চট্টগ্রাম-১৪ আসনে মো. নুরুল আনোয়র, এইচ এম ইলিয়াছ ও মো. এহসানুল মৌলা, চট্টগ্রাম-১৬ আসনে আবদুল মালেক মনোনয়ন সংগ্রহ করেন।
প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কমিশন কর্মকর্তা বেলায়েত হোসেন। মনোনয়ন সংগ্রহ করলেও এখনও কেউ জমা দেননি বলেও জানান তিনি।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
Leave a Reply