আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ অসহায়দের মাঝে খাবার বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে এর পক্ষ হতে গরীব অসহায় পথচারীদের মাঝে, খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে চন্দনাইশে গরীব অসহায় পথচারীদের মাঝে, খাদ্য বিতরণ শীতকালীন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়। গরীব অসহায় পথচারীদের মাঝে, খাদ্য বিতরণ শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম রাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন, সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিন , অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য কাজী মিজবাহ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নারগিস সুলতানা, রুজি আক্তার, আদনীন মরিন, শাহনাজ আক্তার ও স্থানীয় সংবাদ কর্মীগণ।

সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম রাহী বলেন, গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন ফাউন্ডেশন।আত্মপ্রকাশের পর থেকেই ফাউন্ডেশনটি তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে।

এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে । উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য উপজেলার শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছছি যা এখনও কার্যক্রম চলমান। এ ছাড়া আরো প্রকল্প হাতে নিচ্ছে আমাদের সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবে।

আগামী ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা, উপজেলার সকল স্তরের জনসাধারণের কাছে উদ্যোক্তা ফাউন্ডেশনের কার্যক্রম সম্পের্ক অবহিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি পাশাপাশি ১৯ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী শীতকালীন মেলা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাহী। খাদ্য বিতরণ কর্মসূচিতে অর্ধ-শতাধিক এতীম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

পূর্ব আলো/তৌফিক/এমকেএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর