
চন্দনাইশ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দনাইশ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৈলতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বৈলতলী কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী।
বৈলতলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নওশা মিয়া সওদাগরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হুদা বাবরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বার, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোঃ মাহামুদুর রহমান (মাদু), বিএনপি নেতা অ্যাডভোকেট শফিউল আজম, বাবু খান, ফয়েজ উদ্দিন, মীর হোসেন, মো: আবদুল হাকিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির কমিশনার, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, বৈলতলী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরী, বিএনপি নেতা মো. সেলিম উল্লাহ, মো: নাসির, মো: নাসির সিকদার, মো: সেলিম উদ্দিন, নুর খান,তাজ উদ্দিন, আবদুল গণি, ইসমাইল সওদাগর, মো: হামিদ, লোকমান, মুরিদুল আলম বাবুল, মো: নাসির, আবু তালেব, নেজাম উদ্দিন, মো: নাজিম, মো: ছাদেক, ইমরান, মো জাহিদুল ইসলাম, জামাল উদ্দিন বাবু, আবদুল হান্নান চৌধুরী, মুখলেছুর রহমান, বানু মিয়া, সোলাইমান, নুরুল্লাহ্, ছাদেক আলী, মোঃ মজিব, লোকমান, যুবদল নেতা সাইফুল ইসলাম নান্টু, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আবদুল মন্নান রানা, রিয়াদ হোসেন, আমিনুল ইসলাম আমিন,মো: আরিফ, মো: ছোটন,আবু সাঈদ সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নুরুল আনোয়ার চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান তিনি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ।
Leave a Reply