নিজস্ব প্রতিবেদক: মেধাবিকাশ ও শিল্প-সাহিত্য- সংস্কৃতি বিষয়ক ঐতিহ্যবাহী সংগঠন "শিশুদের পাঠশালা"র কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ৭ ডিসেম্বর রবিবার বিকেলে পাঠশালা কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শিশুদের পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক শুকলাল দাশের সভাপতিত্বে ও উপ-পরিচালক মিন্টু কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইন ও অধিকার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট রোটারিয়ান উত্তম কুমার দত্ত, সেনবাগ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ শুর, এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, কাঞ্চন মহাজন, এডভোকেট মানিক কান্তি সেন, অলক রায়, সৈয়দ শিবলী ছাদেক কফিল, আমীর হোসেন, এ এইচ এম কাউসার, সুরঞ্জিত শীল, অভিজিত রায় পুলক, এস এম জাহাঙ্গীর আলম, রাজীব মজুমদার খোকন, নোভেল সিকদার তাপস প্রমুখ।
আলোচকরা শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা ও মেধাবিকাশ কেন্দ্র "শিশুদের পাঠশালা" কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্বরোপ করেন।
শিশুদের পাঠাশালার নামে একটি ওয়েবসাইট তৈরি, বার্ষিক কর্মপরিকল্পনা, ডকুমেন্টারি তৈরি, গবেষণা কেন্দ্র স্থাপন, শিশুদের মানবিক বিকাশে প্রেরণাদায়ক প্রতিযোগিতা আয়োজন, সুবর্ণ জয়ন্তী উদযাপন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে এডভোকেট উত্তম কুমার দত্তকে সভাপতি ও সজল দাশকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বৎসরের (২০২৬-২০২৭ কার্যবর্ষের) জন্য একটি কমিটি গঠন করা হয়।