নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার চরবরমা সুগত বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্প্রতি সম্পন্ন হয়েছে। দিনব্যাপী দুই পর্বের এ অনুষ্ঠানমালায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের অধ্যক্ষ অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত শুদ্ধানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবির।
দ্বিতীয় পর্বে আশীর্বাদক ছিলেন আনোয়ারা কেন্দ্রীয় বোধিরতন বৌদ্ধ বিহার ও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক এবং রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিরতন মহাস্থবির। সভাপতিত্ব করেন মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন স্বাগতিক চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য দেন বিহারের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিক্ষানুরাগী ও দানবীর সজল বড়ুয়া এবং সমাজসেবক মৃদুল বড়ুয়া। সঞ্চালনা করেন সজল বড়ুয়া ও সুব্রত বড়ুয়া।