নিউজ ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা মান্না স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে টিম পরিচিতি ও ট্রফি উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট আয়োজন করছে যৌথভাবে স্টার ফিল্ম, এমরানি ইন্ডাষ্ট্রিয়াল পার্ক ও মেট্টো স্কাই লিমিটেড।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রথম চলচ্চিত্র নায়ক পঙ্কজ বৈদ্য সুজন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের প্রথম চলচ্চিত্র পরিচালক নুরুল ইসলাম নুরু। টূর্ণামেন্ট ৬ ডিসেম্বর চান্দগাঁও কোয়ালিটি স্টেডিয়ামে শুরু হবে। ২টি গ্রুপে ৮টি দল খেলায় অংশ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য মোবাইল রিপেয়ার প্রতিষ্ঠান সেল কেয়ারের কর্ণধার ও বিশিষ্ট প্রযোজক মুনতাসির মুন্না ও এমরানি ইন্ডাষ্ট্রিয়াল পার্কের কর্ণধার মোহাম্মদ এমরান। বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক এস এম সরওয়ার ও এস এম সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রযোজক মীর সেলিম। উপস্থাপনায় ছিলেন স্বপ্না জিমি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাটিভি, দৈনিক ইনফো বাংলা, চাটগাঁর টিভি, চাটগাঁর সংবাদ, এসসিএম২৪টিভি ও চট্টগ্রাম শিল্পী সমিতি।
টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো র্যাংক বি স্পোর্টিং ক্লাব, স্পোর্টস বাস্কেট, এপি স্টাইকারস, শরীফ খান স্মৃতি সংসদ, আম্বিয়া স্পোর্টস, চট্টগ্রাম নাইট রাইডার, ড্রিম ক্রিকেট একাডেমি ও মাবেরিকস ক্রিকেট ক্লাব।