আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ আবদুস সবুর খান’র ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

Spread the love

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ৫৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর (শনিবার) সকালে সাতঘাটিয়া পুকুর পাড় রাউলিবাগ মাজারের উত্তর পাশে সেলিম ভবনে না’ লাইনে মোস্তফা (দঃ) তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খান সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা ও বরমা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এডভোকেট আব্দুল গফুর খান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহিম খান, প্রধান বক্তা ছিলেন বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক ও বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আমিনুল ইসলাম রাশেদ।

উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো. ফোরকান সওদাগর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফেরদৌস আলম সওদাগর, সহ-সভাপতি মো. আব্দুল মতিন, না’ লাইনে মোস্তফা (দঃ) তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মো. কামরু উদ্দিন নূরী, গাউসিয়া কমিটি বরমা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, প্রবাসী মো. কায়সার আহমদ (বিপ্লব), সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রনি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রায়হান কাদেরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, শাহনেওয়াজ সোহেল, এসকান্দর, ফাহাদ, আসিফ, তাইবিন, আদিল প্রমুখ।

শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর সবুর খানের কবরে শ্রদ্ধাঞ্জলি, খতমে কোরআন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে শহীদ আব্দুস সবুর খানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর