
আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক রিয়াজ মাস্টারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আ.খ.ম মোজাম্মেল হক।
মো. ইউসুফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে- মো. আইনুল খোদা, মো. ফুরকান তুলিন, মো. শহিদুল ইসলাম, মো. জাকের হোসেন, মো. নাছির উদ্দীন, মো. সেকান্দর বাদশা, মো. মোরশেদ, কে এম তাসলিম হোসেন, মাওলানা মহিউদ্দিন, মো. ফরিদ, মো. ইউসুফ, মো. দিদার, মো. মাসুদ, মো. আরিফ প্রমূখ। পরে মিলাদ কিয়াম ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply