আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী

Spread the love

আরফাত হোসেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী হয়েছেন মাওলানা মো. সোলাইমান ফারুকী।

গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দলীয় নির্বাচনীয় সভায় সর্ব সম্মতিক্রমে চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. সোলাইমান ফরুকীর নাম ঘোষণা করা হয়। তিনি বিগত সময়ে পর পর ৩ বার চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দলীয় সমর্থনে।

পাশাপাশি তিনি করোনাকালীন সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের গোসল, কাফন, জানাযার নামাজ, দাফনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন যা এখনো অব্যাহত রয়েছে যে কারণে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচালনাধীন চন্দনাইশ কাফন-দাফন টিমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মাওলানা সোলাইমান ফারুকী। তিনি দলীয় মনোনয়ন পেয়ে সকলের নিকট দোয়া প্রার্থনার পাশাপাশি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের নিকট মূল্যবান ভোট প্রার্থনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর