চন্দনাইশ প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কাঞ্চনাবাদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিজিসি ট্রাস্ট সংলগ্ন হাইওয়ে টার্ফে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড দলকে ১-০ গোলে পরাজিত করে ৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।
গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কাঞ্চনাবাদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম রুবেলের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবদুর রহিম বাদশা, বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম শামীম, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি আবুল বশর কোম্পানি, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম মেম্বার, আবদুল আলিম মেম্বার, তৌহিদুল ইসলাম মেম্বার, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল কাঞ্চনাবাদ ইউনিয়নের সভাপতি শওকত পারভেজ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল জোয়ারা ইউনিয়নের সভাপতি মোরশেদুল আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, হাশিমপুর ইউনিয়নের সভাপতি মোঃ আবছার, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির ৫নং ওয়ার্ডের সভাপতি আলী আকবর আবু, ৩নং ওয়ার্ডের সভাপতি শামসুল আলম, ১নং ওয়ার্ডের সভাপতি হোসেন আহমদ, এলডিপি নেতা নাজিম উদ্দিন তালুকদার, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কাঞ্চনাবাদ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, এলডিপি নেতা যথাক্রমে মান্নান, গফুর, রয়েল, মাহফুজ, কামাল, নাছির, আরমান, ইমতিয়াজুর রহমান সোহাগ, জহির প্রমুখ উপস্থিত ছিলেন।