আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আইটি ব্রিজের উদ্বোধন

Spread the love

নিউজ ডেস্ক: ‘ডিজিটাল প্রজন্ম তৈরীই আমাদের লক্ষ্য’- স্লোগানকে ধারণ করে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় আইটি ব্রিজ (IT Brazee) এর ২য় ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ডের নেভী হাসপাতাল গেটস্থ পোর্টল্যান্ড শপিং কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলায় নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

যেখানে স্বল্পমূল্যে শেখানো হবে অফিস ম্যানেজমেন্ট, আইসিটি, স্পোকেন ইংলিশ, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইসেহ ৩২ টি কোর্স। সমাজসেবক মোঃ ইউসুফের ত্বতাবধানে ও আইটি ব্রিজের কর্ণধার টিটু দেবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হযরত আলী শাহ (রহ:) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের। প্রতিষ্ঠানের কর্ণধার টিটু দেব জানান, আমাদের মূল লক্ষ্য হলো সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি এবং সফটওয়্যার বিশেষজ্ঞ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং শিক্ষার্থীদের মাঝে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও গবেষণায় আগ্রহী করে গড়ে তোলা। তরুণ প্রজন্ম আর হাইটেক প্রযুক্তির ওপর নির্ভর করে, শ্রমনির্ভর জাতি থেকে প্রযুক্তিনির্ভর জাতিতে পরিণত করা। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি যেনো এই উদ্দেশ্যটা সফল করতে পারি।

এতে আরও উপস্থিত ছিলেন কাটগড় ইউসিবি ব্যাংকের ম্যানেজার আবু ওবায়েদ, আদি মাল্টিপারপাসের সভাপতি পাপিয়া দেব, আইটি শিক্ষক মারুফ আহমেদ, ওয়েব ডেভেলপার মো. আজিজুল হক, কো-অর্ডিনেটর নাহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, সাংবাদিক শাহীন, এস কে সাগর, বাহার, অপরুপ পতেঙ্গা পেজের জাহিদ হাসান, অনিক হাসান সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর