সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
২৬ নভেম্বর বুধবার “দেশের জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে নতুন উপজেলা ভবন মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে উদ্বোধন ও প্রাণীপ্রদর্শনীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দীন, থানা পুলিশের সেকন্ড অফিসার (এসআই) মো. রাকিব হাসান, ফায়ার ব্রিগেড ও সিভিল সার্ভিসের সাব-অফিসার মো. ছাবের আহমদ।
পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের মেলায় স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্টলে বিভিন্ন ধরনের গবাদি পশু খাদ্য ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এছাড়াও নারী উদ্যোক্তাদের স্টল শোভা পায়। অনুষ্ঠানমালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও খামারিদের সমাগম ঘটে।