আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইনজীবী সমিতির বার্ষিক আন্তঃইনডোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির কোর্ট হিলস্থ আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বার্ষিক আন্তঃইনডোর ক্রীড়া প্রতিযোগিতা।

সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় এ প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে আইনজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আজ ২৫ নভেম্বর প্রতিযোগিতায় দ্বিতীয় দিবস অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক এডভোকেট মো. মনজুর হোসেন। তাঁর তত্ত্বাবধানেই প্রতিযোগিতার সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। ক্রীড়া আয়োজনের সার্বিক সহযোগিতা করেছেন এডভোকেট রুনা কাশেম।

এ বছরের প্রতিযোগিতায় দাবা, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইনডোর ইভেন্টে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার মাধ্যমে আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, শারীরিক ও মানসিক সুস্থতা এবং পেশাগত বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা পেশাগত জীবনে মনোযোগ, ধৈর্য ও ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মাঝে নিয়মিত ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, সাজ্জাদ কামরুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেবের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর