আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শুচিয়া রাধামাধব হরিমন্দিরে সভা অনুষ্ঠিত, মহোৎসব কমিটি গঠন

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: শুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রম হরি মন্দিরের বার্ষিক সাধারণ সভা মন্দির প্রাঙ্গনে ২১ নভেম্বর শুক্রবার বিকেলে স্থায়ী কমিটির সভাপতি সুনির্মল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উৎপল ভট্টাচার্য্য, বাবুল দত্ত, নারায়ন ভট্টাচার্য্য, মিলন ভট্টাচার্য্য, রঞ্জন চৌধুরী, হারাধন দে, বিকাশ শীল, অর্ধেন্দু দত্ত, বিপ্লব চৌধুরী, পরিমল মহাজন, তপন দাশ, রাজীব সেন, সুমন দাশ, দয়াল শীল, রনি আচার্য্য, এডভোকেট রিপন চৌধুরী, অরুণ দেওয়ানজী, মিটন দেব, রূপক বৈদ্য, বনবিহারী দেওয়ানজী, বিপ্লব ভট্টাচার্য্য, সুজন বিশ্বাস, রাজু মহাজন, অরুন দেওয়াজী, তপন দেব, সলিল চক্রবর্তী, আরাতোষ দে, রনি আচার্য্য, রনী চৌধুরী, লিটন বিশ্বাস, নৃপেন্দু দত্ত, পরিমল মহাজন, সন্তোষ চৌধুরী, মৃদুল বৈদ্য, সুমন বৈদ্য প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ রবি, সোম ও মঙ্গলবার বার্ষিক মহানামযজ্ঞ মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা এবং সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষ্যে নৃপেন্দু দত্তকে সভাপতি, লিটন বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও উজ্জ্বল দেবকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট একটি মহোৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হারাধন দে, এডভোকেট রিপন চৌধুরী, তপন দাশ, তপন বৈদ্য বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক- রাজীব দাশ, সহ-সাধারণ সম্পাদক- আরাতোষ দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর