আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা প্রত্যাহার না হলে নির্বাচনে যাবে না জাপা: আনিস

Spread the love

নিউজ ডেস্ক: ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করে নির্বাচনে অংশ নেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।

ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ অবস্থান জানিয়েছে দলটি।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা অংশ নেন। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান কমনওয়েলথ মহাসচিবকে জানান, নির্বাচনে জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন দু’ভাগে বিভক্ত। মব চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। নেতাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। মামলা প্রত্যাহার এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে, জাপা নির্বাচনে অংশগ্রহণ করবে না।

বৈঠকের পর এসব তথ্য সাংবাদিকদের জানিয়ে মাসরুর মওলা গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে, জাতীয় পার্টি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের পরিবেশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর