আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তাহেরির দল

Spread the love

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গিয়াসউদ্দিন তাহেরি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এ দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ।

তিনি বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এর অনুসারীরা কখনো কারো ওপর জুলুম করে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।

এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।

তাহেরি বলেন, আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করার। কারণ এটাই প্রমাণিত, সুন্নিরাই এ দেশে শান্তিপ্রিয়।

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর