
ছাতক প্রতিনিধি: ছাতকে ২০২৫-২৬ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের উদ্যোগে কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ডি ডি (ক্রপ) মোহাম্মদ নাজমুল কবির।
উপজেলা কৃষি অফিসার মো.তৌফিক হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম। প্রশিক্ষণে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাহ এনামুল ইসলাম পারভেজ, মিল্লাত হোসেন, ঝুটন তালুকদার, পিংকু সরকার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বোরো বীজতলা প্রস্তুত ও বীজের মান নিশ্চিত করা, আমন ধান কর্তন ও বীজ সংরক্ষণ, সারের পরিচিতি ও সুষম মাত্রায় সার ব্যবহার, কৃষিতে উন্নত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবজি আবাদে উন্নত জাত নির্ণয় ও বীজ সংরক্ষণ, মালচিং পদ্ধতি ব্যবহার, ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীগন অংশ গ্রহণ করেন।
Leave a Reply