আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ার ছদাহা কে.ক. স্কুলে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের অভিষেক সম্পন্ন

Spread the love

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ( ২০২৫-২০২৭) অভিষেক, শপথ গ্রহণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠান গত ২১ নভেম্বর শুক্রবার সন্ধায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হোসাইন। উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন সিনিয়র শিক্ষক তপন চক্রবর্তী।

পরিষদের নব নির্বাচিত সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সহ- সভাপতি মোহাম্মদ এহসান ও সহ সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার, বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শেফায়েত উল্লাহ চক্ষু,পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক, মিজানুর রহমান টিপু,খোরশেদ আলম,ইরফান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন, একরামুল হক, আইন সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নারী সম্পাদিকা ইশরাত জাহান,প্রচার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সাহিত্য সম্পাদক এড. আনোয়ার, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: শিবলী নোমান, দপ্তর সম্পাদক মাস্টার আবুল খায়ের, সহ দপ্তর সম্পাদক হাসান তারেক।

অন্যান্যের মধ্যে ১৯৯০-২০২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। এই সময়,, উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শওকত আলী উপদেষ্টা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ছগীর, সহ সভাপতি মোহাম্মদ মোরশেদ, মাস্টার মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক ও সম্মানিত অতিথিবৃন্দ।

শেষে নতুন কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে A+পাওয়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা ও দেওয়া হয়। পর্যায়ক্রমে সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর