আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সলিম ইয়ং সোসাইটির বাস্তবায়নে চন্দনাইশে চক্ষু শিবির সম্পন্ন

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ সদর নয়াহাট সংলগ্ন দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ নভেম্বর শনিবার এক চক্ষু চিকিৎসাশিবির সম্পন্ন হয়েছে। মানবকল্যাণ পরিষদ- চট্টগ্রামের আয়োজনে এবং হারলা মুসলিম ইয়ং সোসাইটির বাস্তবায়নে এ চক্ষু চিকিৎসা শিবিরে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ টিম্বার এন্ড স’ মিলের প্রোপাইটর আলহাজ্ব মো. আবু ফয়েজ।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ- উত্তর সাতকানিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. শাহাদাৎ হোসেন। উদ্বোধক ছিলেন জামায়াতে ইসলামী উপজেলার আমির মাওলানা মো. কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতে ইসলামীর আমির কাজী কুতুব উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দীন নিজামী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, ফ্রেণ্ডস ফুডসের এমডি মো. আবদুল মান্নান, অধ্যাপক আজম খান, সমাজসেবক মো. ছালেহ আহমদ কোম্পানী, মো. আব্দুল হান্নান, এটিএম মাসুদ চৌধুরী, মো. আবু তালেক, মাওলানা মুহাম্মদ মনির প্রমুখ।

সংগঠক মো. জয়নাল আবেদীন ও মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন জানান- এ চক্ষু শিবিরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ ও প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর