আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রামআদালত সক্রিয়করণে চন্দনাইশে অনুষ্ঠিত হল ইউপি সদস্যদের প্রশিক্ষণ

Spread the love

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে অনুষ্ঠিত হল গ্রামআদালত সক্রিয়করণে ইউপি সদস্যদের দুইদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯-২০ নভেম্বর বুধবার ও বৃহষ্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প। গ্রামআদালত কার্যক্রমকে গতিশীল, যথাযথভাবে গ্রামআদালত পরিচালনা ও গ্রামআদালত বিষয়ে দক্ষতা বৃদ্ধির নিমিত্তে ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত সদস্যদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

ইউএনও প্রশিক্ষণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত উপস্থিত সদস্য-প্যানেল সদস্য এর অংশগ্রহণ নিশ্চিত করেন। এতে চন্দনাইশ উপজেলার বরমা, বরকল, সাতবাড়িয়া ও হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন।

দুই দিনের এ প্রশিক্ষণে উদ্বোধক ও প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। দ্বিতীয় দিনে রিসোর্স পারসন ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. সালেহ উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া।

এছাড়াও ২দিনেই ফ্যাসিলিটেটর (প্রশিক্ষক) ছিলেন গ্রামআদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জানে আলম। প্রশিক্ষণ তত্বাবধান করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর